একদিনে বিএনপির ২১৮ জন কারাগারে, রিমান্ডে ১১

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর ও  ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক এসব মামলায় আজ বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিজ্ঞ আদালত ২১৮ জনকে কারাগারে এবং ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।

এদিন ঢাকার মহানগর এলাকার ৪২টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ২১৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার ৫টি থানা থেকে মোট ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে মহানগরে ১১ জনের দুইদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর রমনায় ৫ জন, শাহবাগে ৫ জন, ধানমন্ডিতে ১৯ জন, হাজারীবাগে ১০ জন, যাত্রাবাড়ীতে ১৮ জন, ডেমরায় ৫ জন, শ্যামপুরে ৫ জন, কদমতলীতে ৬ জন, মতিঝিলে ৪ জন, পল্টনে ১৪ জন, শাহজাহানপুরে ১ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁওয়ে ৫ জন, পল্লবীতে ১২ জন, কাফরুলে ৫ জন, মোহাম্মদপুরে ৫ জন, আদাবরে ৩ জন, গুলশানে ২ জন, বনানীতে ৩ জন, বাড্ডায় ১২ জন, ভাটারায় ২ জন, উত্তরখানে ২ জন, বিমানবন্দরে ১ জন, উত্তরা পশ্চিমে ২ জন, উত্তরা পূর্ব ২২ জন, তুরাগে ২ জন, কোতোয়ালিতে ২ জন, বংশালে ৩ জন, লালবাগে ২ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ৭ জন, কলাবাগানে ৩ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ১ জন, খিলগাঁওয়ে ১ জন, মুগদায় ২ জন, সূত্রাপুরে ১ জন, গেন্ডারিয়ায় ৩ জন ও ওয়ারী থানা এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা জেলার ৫টি থানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।