কিস্তিতে কেনা একমাত্র বাসে আগুন দেওয়ায় জ্ঞান হারিয়ে হাসপাতালে মালিক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
গাজীপুর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গাজীপুরের শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকার জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসমালিক দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকায় সপরিবারে ভাড়া করা একটি বাসায় থাকেন। সেখানে থেকে ‘তুরাগ পরিবহন’ নামের গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান দেলু। তিনিই গাড়ির মালিক তিনিই চালক। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে গাড়িটি বাসার কাছে বরকত সরণির সড়কের পাশে পুকুরপাড়ে দাঁড় করিয়ে রাখেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার (১৮ নভেম্বর) ভোরের দিকে একই স্থানে গাড়িটি রেখে বাড়িতে যান। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পুকুরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
গাড়িটির মালিক দেলুর চাচাতো ভাই সাগর আরও জানান, দেলু তার শেষ সম্বল সাত কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কেনেন। এজন্য প্রতিমাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। সেই গাড়িটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে আজ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছিদ্দিক বলেন, কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছেন তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিসহ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।