এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন আর নেই

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি টেলিভিশন এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন মারা গেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ দুপুর ২টার পর শান্তিনগরের নিজ বাসায় মারা যান তিনি।

জানা গেছে, এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।