গাজীপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান। তিনি জাতীয় সংসদের ১৯৫ নম্বর আসন গাজীপুর-২ থেকে নৌকার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ২টার দিবে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান মনোনয়ন কেনার বিষয়টি নিজেই কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
আজমত উল্লাহ খান বর্তমানে গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি।টঙ্গীর বাসিন্দা আজমত উল্লাহ খান টঙ্গী পৌরসভায় দীর্ঘ সময়ে মেয়র ছিলেন। ২০১৩ সালে আজমত উল্লাহ খান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের সাথে হেরে যান। ২০১৮ সালে তিনি দলীয় মনোনয়ন পাননি। ২০২৩ সালে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের সাথে হেরে যান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত করেন।
এদিকে একই আসনে বর্তমান সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এই আসনে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম প্রার্থীতার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে।