এবার চাঁদপুর-শাহরাস্তিতে ডাক্তার যাবে রুগীর বাড়ি বাড়ি

প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

সারা দেশ যখন করোনা মহামারীতে থমকে গেছে। তখনেই শাহারাস্তি বাসির জন্য আলোর সন্ধান নিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য মেজর আবঃ মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।
গতকাল (৬ মে, বুধবার) শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিরিন আক্তার এর সভাপতিত্বে টেলি কনফারেন্সের মাধ্যমে ফ্রি মেডিকেল ও এম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করা হয়। যার মূল উদ্দেশ্য শাহারাস্তির দূর-দূরান্তের মানুষগুলোকে সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করা। যেন এই সংকটকালীন সময়ে কোন মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। (ডাক্তার যাবে রোগীর বাড়ি) এই শ্লোগানকে সাথে নিয়ে এই সেবার উদ্বোধন করা হয়। চিকিৎসা পেতে ফোন করুনঃ ০১৮৪৪-৯৩৭৭০৭, ০১৮১৪-০৭০৪২২

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ডাক্তার রেজাউল চৌধুরি, ডাক্তার কাজি আহমেদ, পৌর মেয়র, শাহরাস্তি মডেল থানার ওসি মহাদয়, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন ভিবিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ যুবলীগের নেতৃবৃন্দ।