এবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কিশোর নিহত

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:
এবার রাজধানীতে দুরন্ত গতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রাতুল কাজী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) সকালে নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহতের ভাই আকবার কাজী জানান, রাতুল একটি কোম্পানিতে চাকরি করতো। অফিস শেষে গতকাল রোববার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে চড়ে নিজ বাসায় ফিরছিলো রাতুল।  বাসায় ফেরার পথে খিলক্ষেত ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া আটটার দিকে রাতুল মারা যায়। খিলক্ষেত ৩০০ ফিট এলাকার সুমন কাজীর সন্তান রাতুল। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।