খেলাধুলা ডেক্স:
নির্বাচনী প্রচারণা শেষে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা চূড়ান্ত পরীক্ষার ক্ষণ গুনছেন। আগামীকাল সারাদেশের ৩০০ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাগুরা-১ আসন থেকে প্রথমবার নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের প্রচারণায় এর আগে অনেক ক্রিকেটারকে দেখা গেছে। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে দেখা করতে মাগুরায় ছুটে গেছেন আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়।এর আগে সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার শেষ সময়ে অংশ নিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন। এর আগে থেকেই অবশ্য ক্রিকেটার ও টাইগার ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে তার সঙ্গে প্রচারণা চালাতে দেখা গেছে। সর্বশেষ গতকাল সাকিবের সঙ্গে দেখা করে ফের মাশরাফির নড়াইলে গিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সেই দলে যোগ দিলেন বিজয়, যদিও গতকাল সকালেই নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। এ সময় তার সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন।
আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর সাকিব যোগ দেবেন বিপিএলে। আর বিপিএলের আগে নিজেকে ফিট করে গড়ে তুলতে গতকাল অনুশীলনও করেছেন এই টাইগার অধিনায়ক। এবারের বিপিএলে সাকিব রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।