ডেস্ক রিপোর্ট:
তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত কারণে ডিমেনশিয়াসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। তুর্কি গণমাধ্যম ও গুলেন-সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
এক সময়ে এরদোয়ানের মিত্র হিসেবে পরিচিত হলেও পরবর্তী সময়ে দু’জনের সম্পর্কে চরম অবনতি দেখা দেয়। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পেছনে ছিলেন গুলেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ অভ্যুত্থান চেষ্টার জন্য গুলেনকে অভিযুক্ত করেন। সেই আক্রমণে তুরস্কে ২৫২ জন নিহত ও ২ হাজার ৭০০ মানুষ আহত হয়। তবে তিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
গুলেনের ধর্মবাণী প্রচার করে হারকুল নামে একটি ওয়েবসাইট। এই সাইটের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, গুলেন রোববার সন্ধ্যায় একটি মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। ১৯৯৯ সাল থেকে গুলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। নিজ দেশ তুরস্কে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন।