ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন করল ছেলে

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

ভারতের পূ্র্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন।

রাজ্যের সুন্দরগড় জেলায় ঘটেছে এ ঘটনা। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে আজ মঙ্গলবার জেলার ব্রাহ্মণীতরঙ্গ পুলিশ স্টেশনের কাছে ভালুপাত্র গ্রামের মাঠ থেকে ক্রান্তি কুমার বর্মার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারপর তদন্তে নেমে অল্প সময়ের মধ্যেই ক্রান্তির ছেলে বিষ্ণুকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ্ণু বলেছেন, ক্রান্তি কুমার বর্মা তার জন্মদাতা পিতা ছিলেন এবং মায়ের হত্যার প্রতিশোধ নিতে তিনি নিজের হাতে ক্রান্তিকে খুন করেছেন। তার মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা কাজ করছিল না বলেও জানিয়েছে পুলিশ।প্রসঙ্গত, বেশ কয়েক বছর স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়েছিলেন ক্রান্তি কুমার বর্মা, সে সময় তাদের ছেলে বিষ্ণু শিশু ছিলেন। পুলিশকে বিষ্ণু বলেছেন, তার সামনেই তার মা’কে হত্যা করেছিলেন ক্রান্তি।

গত ডিসেম্বর মাসে কারগার থেকে মুক্তি পান ক্রান্তি কুমার। তারপর নিজ গ্রামে ফিরে এসেছিলেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, বেশ রগচটা স্বভাবের লোক ছিলেন ক্রান্তি কুমার। প্রায়েই তিনি সহিংস হয়ে উঠতেন এবং গ্রামের নারীদের সঙ্গে বাজে ব্যবহার করতেন। কারণে অকারণে নিজের ছেলের গায়েও হাত তুলতেন তিনি।

বর্তমানে পুলিশ হেফাজতে আছেন বিষ্ণু কুমার বর্মা। ক্রান্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।