কক্সবাজার প্রতিবেদকঃ
অত্যাধুনিক ১৬ কোচে ৭৮০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’। প্রথম যাত্রায় আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
যাত্রীরা প্রত্যাশা করছেন, যাত্রীসেবার মান থাকুক অনন্য, গুরুত্ব দিয়ে দেখা হোক নিরাপত্তার বিষয়টি।
গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হয় সৈকত শহর কক্সবাজারের। সরাসরি চালু হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা। ধরা দেয় এক বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন। যেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা ছিল বহু বছরের।
সেই পালে এবার হাওয়া লাগলো নতুন করে। কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রা শুরু করেছে আরেকটি ট্রেন। পর্যটন নগরী কক্সবাজারের আদলে যার নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’।
কক্সবাজার স্টেশন থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত আটটায় ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। ২৫ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়বে রাত সোয়া ১১টায়। এরপর বিরতিহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।
অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ছয়টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে সকাল ছয়টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে সকাল ছয়টা ৪৩ মিনিটে বিমানবন্দর স্টেশন ছাড়বে। এরপর বিরতিহীনভাবে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়বে। কক্সবাজার স্টেশনে বিকেল তিনটায় পৌঁছাবে।
এক্ষেত্রে ঢাকা থেকে কক্সবাজার যাত্রাপথে ট্রেনে মোট সময় লাগবে সোয়া ৯ ঘণ্টা। কক্সবাজার-ঢাকা যাত্রাপথে ট্রেনে মোট সময় লাগবে সাড়ে ৮ ঘণ্টা।
গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মাণ করা রেলপথ উদ্বোধন করেন। এরপর গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম বাণিজ্যিক ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু। সেই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি থেকে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দ্বিতীয় বাণিজ্যিক ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো।