কটিয়াদীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। আদালত দীর্ঘ বিচারিক কার্য শেষে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কটিয়াদী থানার নওবাড়ীয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে মো. তৌফিক (৩৯), একই উপজেলার পূর্ব পুরুরা এলাকার আবদুল আমিনের ছেলে হজরত আলী (৪৩) ও মৃত মালী ওরফে আলী হোসেনের ছেলে অহিদ মিয়া। এদের মধ্যে মো. তৌফিক পলাতক। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট জগেশ্বর রায় ও আসামি পক্ষে অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকি।

আদালতের পাবলিক প্রসিকিউটর আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু জানান, উপজেলার নওবাড়ীয় এলাকায় ফজলু রহমানের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশও হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। এরপর থেকে তৌফিক মিয়া জায়গার জন্য বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিলেও একপর্যায়ে তার সঙ্গে তৌফিকের ভালো সর্ম্পক হয়। ২০০৬ সালের ১৬ অক্টোবর ইফতারের পর তাকে তৌফিক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই রাতে ফজলু রহমান বাড়ি না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। ২০ অক্টোবর কটিয়াদীর একটি কবরস্থান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মো. আনার মিয়া বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ মে কটিয়াদী থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ ও আবদুস সুলতান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।