নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারণ করা কাউন্সিলরদের পুনর্বহাল করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাদের পুনর্বহাল করা না হলে ধরে নিতে হবে, আমাদের আমলা ও অন্তর্র্বতী সরকার ফ্যাসিবাদী ‘র’-এর এজেন্টদের কাছে আত্মসমর্পণ করেছে।
জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে সোমবার কাউন্সিলর সমাবেশে সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, রাষ্ট্র চিন্তক ও গণসংগঠক এবং যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক সরদার শামস্ আল-মামুন (চাষী মামুন), ডিইউজের নির্বাহী সদস্য এম মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
বক্তারা বলেন, কাউন্সিলররা নির্বাচিত হওয়ার পর থেকে রাত দিন পরিশ্রম করে আসছে। তারা সব ধরনের নাগরিক সেবা দিয়ে আসছে।
তারা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ও প্রত্যেকটি ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে। তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যতীত বাকি ১০টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পুনর্বহাল করতে হবে।