বিনোদন ডেস্ক:
‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। দারুণ গায়কীর জন্য বরাবরই ভাসেন ভক্ত-সমালোচকদের প্রশংসায়। সম্প্রতি আরটিভির ‘ঈদ কার্ণিভাল’ অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। কথা বলেছেন ঈদ, কাজসহ নানা বিষয় নিয়ে।
অনুষ্ঠানে লিজা বলেন, প্লেব্যাক আমার যেভাবে করা উচিত, সে রকম সুযোগ পাচ্ছি না। করাও হচ্ছে না। কাজ পরিচিতদের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। হোক, আক্ষেপ নেই।
তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে সিনেমার সংখ্যা কমে গেছে। সংখ্যা বাড়লে হয়তো এই সমস্যা আর থাকবে না।
ইমতু রাতিশের উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের চতুর্থ দিন (২০ জুন) সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচারিত হবে।