কানাডাকে ফের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে তিন দেশের ওপর শুল্কারোপ সম্পর্কিত তিন নির্বাহী আদেশ গত শনিবার জারি করেছেন ট্রাম্প। এটি আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো, কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হবে মঙ্গলবার থেকে। বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে।

এ ছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাই দিবেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর এমন ঘোষণার পর বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কানাডা প্রতিশোধ নিলে তিনি দেশটির ওপর শুল্কের পরিমাণ আরও বাড়াবেন।

বিমান থেকে নেমে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমি কানাডিয়ানদের ভালোবাসি। কিন্তু কানাডার নেতৃত্বের সঙ্গে একমত নই এবং কিছু একটা সেখানে ঘটতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তারা যদি গেম খেলতে চায়, আমি কিছু মনে করব না। আমরা তাদের ইচ্ছামতো গেম খেলতে পারি।