কানাডায় জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

কানাডায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। কানাডা বিএনপি ও কুইবেক শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির শেষ কর্মসূচি হিসেবে মন্টিয়েলের পার্কভিউ রিসিপশন হলে বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া মাস্টরের সভাপতিত্বে সোমবার (২২ জানুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কুইবেক বিএনপির যুগ্ম সম্পাদক মুহিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যেভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন জর্জ ওয়াশিংটন, তেমনিভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন। জিয়াউর রহমান যদি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব না দিতেন, সামরিক বাহিনীকে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড় না করাতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ‘তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে বসিয়েছিলেন, অধুনিক গনতান্তিক বহুমুখী অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছিলেন।’

সভাপতির বক্তব্যে আরমান মিয়া বলেন, ‘আমরা তার ডাকে সাড়া স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছিলাম, তিনিই আমাদের একমাত্র নেতা। যতই চেষ্টা করুক না কেন জিয়াউর রহমানের নাম কখনো মুছে ফেলা যাবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘জিয়াউর রহমান আমাদের প্রেরণা আর তারেক রহমান আমাদের নেতা। এই প্রেরণা নিয়েই আমাদের আগামী দিনের পথচলা।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি নওশাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, কোষাদক্ষ আবিদুল জলিল, বিশিষ্ট রাজনৈতিক সংগঠক আব্দুর রহিম, কানাডা বিএনপি নেতা জুলকার নাইন আহমদ নজরুল, অনুষ্ঠানের সমন্বয়ক যুবনেতা আব্দুল আজিজ প্রমুখ।সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুহিম আহমদ।