কানায় কানায় পরিপূর্ণ হাজারীবাগে পশুর হাট

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম:

রাজধানীর হাজারীবাগ বাজার-সংলগ্ন কোরবানির পশুর হাটে কানায় কানায় পরিপূর্ণ চোট, বড়, মাঝারী গরুতে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটটি এখন জমজমাট। আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সরজমিনে এই দৃশ্য দেখা গেছ।

হাজারীবাগ পশুর হাট-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হাটে এখন পর্যন্ত পশুর আমদানি পর্যাপ্ত। মূলত কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, রংপুর ও রাজবাড়ী থেকে ব্যাপারীরা এই হাটে গরু নিয়ে এসেছেন। গত কয়েক দিন গরু উঠলেও আজ শুক্রবার থেকে উল্লেখযোগ্য হারে বিক্রি বেড়েছে।

আগামী কাল শনিবার আরও বিক্রি বাড়বে বলে তাঁদের ধারণা।
হাজারীবাগের শফিক ট্যানারির মোড় থেকে বাঁ দিকের খলিল সরদার মসজিদ, সেখান থেকে ডান দিকের বাজার হয়ে আশপাশের ছোট-বড় রাস্তা এবং থানা রোডের পুরোটায় হাট ছড়িয়ে পড়েছে। রাস্তার ওপরে ন্যূনতম দুই এবং কোথাও কোথাও চার সারি পর্যন্ত পশু বেঁধে রাখা হয়েছে।

রাস্তার ওপর থেকে গোবর, খড়কুটাসহ প্রচুর আবর্জনা চারপাশে ছড়িয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতাসহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নাকাল হতে দেখা যায়।
এ সময় ট্যানারির মোড়ে একটি গরুর দামদর করছিলেন কামরাঙ্গীরচরের বাসিন্দা আকবর আলী। তিনি বলেন মাঝারি থেকে কিছুটা ছোট আকারের একটি গরু দাম করেছেন ৫০ হাজার টাকায। গরুটিতে মাংস হবে প্রায় ৭০-৮০ কেজি।

হাজারীবাগ হাটে ছোট আকারের গরু ৫০ থেকে ৬০ হাজার টাকা, মাঝারি ৮০ থেকে ১ লাখের মধ্যে এবং মোটামুটি বড় আকারের গরুগুলোর দাম ১২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। তবে ব্যাপারীরা বিশেষ কিছু গরুর দাম আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্তও চাইছেন। এদিকে হাটে আকারভেদে ছাগল পাওয়া যাচ্ছে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে।


হাজারীবাগের সব চেয়ে বড় গরুর নাম ডন। গরুটি এসেছে সিরাজগঞ্জের সাহাজাদপুর থেকে। গরুটির দাম চাওয়া হচ্ছে ১৭ লক্ষ টাকা।  ১০-১২ লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে তিনি।
ছবি-শেখ আসলাম।