কারওয়ানবাজার থেকে গ্রেফতার ৩ ছিনতাইকারীকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজার থেকে গ্রেফতার তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মো. জসিম প্রকাশ ওরফে ডোম জসিম (২৬), মো. রাসেল প্রকাশ রিয়াজ (১৮) ও রাজীব (১৮)। আজ শনিবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে জসিম দলের প্রধান। তিনি এক সময় ডোম হিসেবে কাজ করতেন। পরে পেশা ছেড়ে শুরু করেন ছিনতাই। প্রথম দিকে অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন। টোকাই, ভাসমান ও মাদকসেবীদের দলে নেন তিনি। এরপর তাদের মাদকের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান। চক্রের সদস্যরা নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই মাদকসেবীদের গাঁজা কিংবা ইয়াবা দেন জসিম। এ প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা গাঁজার লোভে ছিনতাই করেন। এ তিনজনকে শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।