আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিদার মোড়ল (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছেন। আজ বুধবার (২১) জুন সকালে নিউজ পোস্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন। তখন কর্তব্যরত চিকিৎসক তার দেহ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা এবং কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে কারারক্ষী আসিফ ইকবাল জানিয়েছেন, দিদার মোড়ল কারাগারে অসুস্থ হয়ে পড়লে, কারা কর্তৃপক্ষের নির্দেশে তারা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম তমেজ উদ্দিন। তবে তাৎক্ষনিক তার বিস্তারিত তথ্য জানাতে পারেননি কারারক্ষী আসিফ ইকবাল।