কারাগারে মানবতাবিরোধী অপরাধমা মলার আসামির মৃত্যু

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪

আমিনুল ইসলাম বাবু:

রাজধানীর পাশর্^বর্তী কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. শমসের ফকির (৮০) নামে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ও কারারক্ষী আনিছ।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা ঢাকা কেন্দ্রেীয় কারাগারের কারারক্ষী আনিছ নিউজ পোস্টকে বলেন, মো. শমসের ফকির মানবতাবিরোধী অপরাধের এক মামলার আসামি ছিলেন। তিনি ওই মামলায় হাজতি (হাজতি নম্বর ৯২০০/১৮) হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সেলে বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত আরফান আলী। সেখানে থাকাবস্থায় আজ শুক্রবার সকালে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজতি শমসের ফকির। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ও কারা কর্তৃপক্ষের নির্দেশে গতকাল সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।o
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিউজ পোস্টকে বলেন, নিহত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।i