
ডেস্ক রিপোর্ট:
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে হবে বৈঠক এবং এতে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
এর আগে বুধবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস) সদস্যদের সঙেগ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই বৈঠকের তথ্যও নিশ্চিত করেছেন মোদি।
সেই বৈঠকে কিছু সিদ্ধান্তও গৃহীত হয়েছ। বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে সেসব সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিপ্লব মিশ্রি।
মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে।
এদিকে, একই দিন জম্মু ও কাশ্মিরে সক্রিয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের শের-ই-কাশ্মির আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে হবে এই বৈঠক।