আন্তর্জাতিক ডেস্ক:
কুকুরের মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে একটি নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। ২০২৭ সাল থেকে আর দেশটিতে কুকুর জবাই এবং এটির মাংস বিক্রি করা যাবে না।
কুকুরের মাংস খাওয়ার যে পুরোনো রীতি ছিল— দক্ষিণ কোরিয়ায় সেটি অনেকটাই কমে গেছে। বিশেষ করে তরুণরা কুকুরের মাংস বর্জন করেছে।
নতুন আইন অনুযায়ী, মাংস খাওয়ার জন্য কুকুর লালন-পালন করা যাবে না। এছাড়া নিষিদ্ধ থাকবে এটির মাংস ক্রয়-বিক্রয়ও। যারা এ আইন ভঙ্গ করবেন তাদের জেলে পাঠানো হবে।
কুকুর লালন-পালন, বিক্রি ও জবাইয়ের ব্যবসার সঙ্গে যারা জড়িত— তারা ব্যবসা বন্ধ করে দেওয়ার পর তাদের সরকারিভাবে সহায়তা করা হবে। তবে কী ধরনের সহায়তা করা হবে সে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে ১ হাজার ৬০০ কুকুরের মাংসের রেস্তোরাঁ এবং ১ হাজার ১৫০টি খামার ছিল।