নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমন প্রতিরোধের পাশাপাশি মানবিক অনেক কাজও করে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) এমন এক মানবিক কাজের উদারহরণ তৈরি করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ। বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে কুড়িয়ে যাওয়া ওমর ফারুক নামে এক শিশুকে তার বাবার হাতে তুলে দেয় কোতোয়ালি থানা পুলিশ।শিশু ওমর ফারুকের বাবার নাম আবু আলম। তাদের গ্রামের বাড়ি ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া গ্রামে। তারা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করছিল শিশু ওমর ফারুক। তার আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। এরপর তাকে থানা এনে রাখা হয়। পরে তার অভিভাবকে খুঁজে বের করা হয়। সোমবার দুপুরে ওমর ফারুককে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।