কুমিল্লায় ১৫ বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় হামলা চালিয়ে অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করেছে মাদক কারবারিরা। এ সময় রাহাত হোসেন জয় নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদক বেচাকেনা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেন। এতে মাদক কারবারির ২৫ থেকে ৩০ জনের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রশস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।
এ হামলায় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর বাড়িসহ অন্তত ১৫টি ভাঙচুর করা হয়। এ সময় রাহাত হোসেন জয় নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়। তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা নগরীর মৌলভীপাড়া এলাকার বিএনপি সমর্থক জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে জুম্মনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
আহত কলেজছাত্র জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তাঁর ছেলেকে কুপিয়ে জখম করেছে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুতর দেখে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই হামলার বিচার দাবি করেছেন তিনি।

হামলার বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সমকালকে বলেন, ‘জুম্মন কিছুদিন আগে আমাদের একটি মিছিলে আসে, দলে তার কোনো পদ নেই। সে অপরাধ করে থাকলে পুলিশকে বলেছি আইনগত ব্যবস্থা নিতে।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।