কেরু অ্যান্ড কোম্পানিতে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনই বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল অফিস ও ক্লাবের পাশের ছোট জঙ্গলের মধ্যে লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। পরে বোমা ধারণা করে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।

এ বিষয়ে জানতে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বি হাসানের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।