কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে পুলিশ বিপুল মণ্ডল (৪০) নামের ওই জেলের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বিপুল মণ্ডল। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বিপুল মণ্ডলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী মণি মণ্ডল স্বামীর মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন বিপর্যস্ত। স্থানীয়রা নিহতের পরিবারকে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত বিপুল মণ্ডলের পরিবার জানিয়েছে, তিনি আগে দুইবার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোকজনিত কারণে তিনি পানিতে পড়ে মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।