কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

মো. সাইফুল ইসলাম:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেছেন, ঈদুল আযহা আসন্ন। এ ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুবাহী কোন ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। এ ধরণের কোন ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বুধবার (২১ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভার সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সমন্বয় সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, মানি এস্কর্ট, জালনোট শনাক্তকরণ, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো।


সভায় ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুবাহী কোন ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। এধরণের কোন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনদুর্ভোগ এড়াতে হাটের চৌহদ্দির বাইরে কোন গরু রাখা যাবে না। রাস্তায় গরু রাখা যাবে না। আগামী ২৫ জুনের পূর্বে কোন গরু হাটে উঠানো যাবে না।

ইজারাদারদের উদ্দেশে ডিএমপি প্রধান বলেন, পশুবাহী কোন ট্রাক থেকে কোথাও গরু নামাতে বাধ্য করা যাবে না। হাটে নেওয়ার জন্য গরু নিয়ে টানাটানি করা যাবে না। ব্যবসায়ীকে তার পছন্দ মতো হাটে গরু নিয়ে যেতে দিবে হবে।


পশু ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশি সহায়তা পেতে কোন হাটে গরু নিয়ে যাবে সেটা লিখে ট্রাকের সামনে ব্যানার টানিয়ে রাখতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের পশু বিক্রির টাকা পরিবহনে ডিএমপির এস্কর্ট ব্যবস্থা থাকবে। টাকা পরিবহনে পুলিশ সর্বাত্মক নিরাপত্তা দিবে। পুরো পশুর হাট ও গরু ব্যবসায়ীদের খাবার হোটেলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য ডিএমপির পক্ষ থেকে ইজাদারদের পরামর্শ প্রদান করা হয়।


উল্লেখ্য, এবার ঢাকা মহানগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২১টি পশুর হাট বসবে। সভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক, রেল ও নৌ-যান চলাচল এবং যাত্রীদের সুবিধা-অসুবিধা মনিটরিংসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার, র‌্যাব, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস, ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মহানগর এলাকার পশুর হাটের ইজারাদারগণ সমন্বয়।