ক্যানসার আক্রান্ত মায়ের সুচিকিৎসা এগিয়ে আসুন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৫২ বছর বয়সী মা মঞ্জুরা বেগম। পরম মমতাময়ী মাকে বাঁচাতে দেশের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার ছেলে সংবাদকর্মী মেহেদী হাসান। তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের একটু সদিচ্ছা ও অর্থ সহযোগিতায় পারে আমাকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মায়ের জন্য এটুকু সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করছি।

পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হয়েছেন মঞ্জুরা বেগম। তিনি বর্তমানে রাজধানীর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন।

২০২৪ সালের অক্টোবর থেকে হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন মঞ্জুরা বেগম। ইতোমধ্যে তাকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও অন্তত ২০ লাখ টাকা। চিকিৎসার এ পর্যায়ে তার পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এজন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক অনুদান চেয়েছেন তার ছেলে মেহেদী হাসান।

সংবাদকর্মী মেহেদী হাসান বলেন, ‘ইতোমধ্যে আমাদের সঞ্চয়ের পুরো অর্থ মায়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে। আমার উপার্জনে এ ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠেছে। এ অবস্থায় অনুদান গ্রহণ ছাড়া চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। তাই মায়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য সমাজের বিত্তশালীদের কাছে অনুদানের আবেদন করছি।’

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-

মেহেদী হাসান ০১৬৮৪৮৮৮৩৬৫ (বিকাশ/নগদ ব্যক্তিগত)।

ব্যাংক হিসাবের নাম : গঝঞ গঙঘঔটঅজঅ ইঊএটগ

হিসাব নম্বর : ২২০৪৩২০৪৮৪০০১

রাউটিং নম্বর : ২২৫২৭২৬৮৪

সুইফট কোড : ঈওইখইউউঐ

সিটি ব্যাংক, ব্রাঞ্চ : গুলশান