ক্ষমতা বাড়লো প্রতিমন্ত্রী নসরুল হামিদের

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম :

প্রতিমন্ত্রী নসরুল হামিদের ক্ষমতা বাড়লো। আগে তিনি বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী থাকলেও নতুন করে তাকে পুরো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগও তার আওতায় এলো।

নসরুল হামিদের দায়িত্ব পুনর্বণ্টন করে সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই শপথের পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে- বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ওইদিন বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নসরুল হামিদকে। যদিও তিনি আগের মন্ত্রিসভায় পুরো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এখন পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় জ্বালানি বিভাগও তার অধীনে এলো।