বিনোদন ডেস্ক:
তার মূল পরিচয় চিত্রনায়ক। কিন্তু তাকে ঘিরে যত আলোচনা-সমালোচনা, সেখানে সিনেমার চেয়ে ব্যক্তিগত ও অন্যান্য বিষয়ই বেশি। কখনও তিনি গান গেয়ে ভাইরাল হচ্ছেন, কখনও নেচে বা ডিগবাজি দিয়ে হাসাচ্ছেন নেটবাসীকে। এবার ছোট পরিসরে নয়, বরং জাতীয় অনুষ্ঠানে নাচতে চলেছেন তিনি। নাম তার জায়েদ খান।
আগামী ১৪ নভেম্বর প্রদান করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি ও মেডেল। বরাবরের মতো এই অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পর্ব। যেখানে সিনেমা অঙ্গনের মানুষেরা নেচে-গেয়ে উপস্থিত সবাইকে বিনোদিত করবেন।
সেই পর্বেই নাচবেন জায়েদ খান। তার সঙ্গে থাকছেন চিত্রনায়িকা আঁচল। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও নায়িকা রওশন আরা রোজিনাকে। তাদের অভিনীত দুটি গানেই সাজানো হয়েছে জায়েদ-আঁচলের পারফর্মেন্স। গানগুলো হলো- ‘ও প্রাণের রাজা’ ও ‘ছেড়ো না ছেড়ো না হাত’।
বিষয়টি নিশ্চিত করে জায়েদ বললেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের দুটি গানে পারফর্ম করবো। আমার সঙ্গে থাকবে আঁচল। প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করতে পারবো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার উঠছে রুবাইয়াত হোসেনের হাতে। আর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন চঞ্চল চৌধুরী; অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।