খিলগাঁওয়ে মামার ইটের আঘাতে ভাগিনা নিহত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামা মোস্তফার ইটের আঘাতে ভাগিনা সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আলমগীর বলেন, আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী। সকালে মামা মোস্তফা ও তার পরিবারসহ পাঁচজন মাথায় ইটের আঘাত করে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে আমার ভাইকে মামা মারধর করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। এভাবে একটা মানুষকে মেরে ফেলে, আমরা এর বিচার চাই।

তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানা এলাকায়। তারা খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় থাকেন। নিহত সুমন কাজী এক ছেলে ও এক মেয়ের জনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।