খুলনায় জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

খুলনা প্রতিনিধি:

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে খুলনা শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় পলাশের। তার জেরে হত্যার উদ্দেশ্যে পলাশকে ধারালো অস্ত্রদিয়ে পেটে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রোববার রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবক পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে ওই যুবকের পেটে অপারেশন করা হয়। কিন্তু সন্ত্রাসীদের আঘাতের ক্ষত এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ঢাকা পোস্টকে বলেন, সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশ মারা গেছেন আজ সকাল সোয়া ৮টার দিকে। ওই যুবকের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেওয়া হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।