খুলনায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

খুলনা প্রতিনিধি:

খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলার চুগনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রথমে ককটেলটি বালতি দিয়ে ঢেকে রাখে। পরে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেলটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রের পাশের ড্রেনের মধ্যে লাল স্কচটেপ দিয়ে জড়ানো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। হয়তো কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এটি করেছে।