খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরলেন শ্রমিকরা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা শতাধিক কারখানা চালু হয়েছে। কর্মক্ষেত্রে ফিরেছেন শ্রমিকরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে।

আজ মঙ্গলবার সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে কারখানাগুলোর সামনে ‘আজ থেকে কারখানা খোলা’ নোটিশ সাঁটানো রয়েছে।

সকাল থেকেই কারখানায় ফিরেছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানিয়েছেন, গতকাল (সোমবার) সুপারভাইজাররা কারখানা খোলার তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার থেকে কাজে ফেরার কথা বলা হয়েছে শ্রমিকদের।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘সাভার-আশুলিয়ায় ও ধামরাইয়ে এক হাজার ৭৯২টি কারখানা আছে।

একটি কারখানা বাদে সবগুলোতেই কাজ চালু হয়েছে। এখন পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। তবে যারা সুযোগ নিয়ে শ্রমিক অসন্তোষ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে।’
মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় দুই সপ্তাহের বেশি ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন।

কারখানায় ভাঙচুরসহ হামলার ঘটনা ঘটে। এতে কারখানা মালিকরা একে একে কারখানা বন্ধ ঘোষণা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় আশুলিয়া থানায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৫ জনকে।