
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে কৃষকদল নেতা ব্যবসায়ী সুজন মেম্বারকে হত্যাচেষ্টার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১৩ এপ্রিল) ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত কান্দিপাড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
হরতালের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই কান্দিপাড়া বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয় এবং যানবাহন চলাচল একেবারে বন্ধ দেওয়া হয়। হরতালের সমর্থনে স্থানীয় বিএনপির একাংশ খণ্ড খণ্ড মিছিল বের করে এবং বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে।
কান্দিপাড়া বাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক পলাশ বলেন, কান্দিপাড়া বাজারের সাধারন ব্যবসায়িরা শান্তিপূর্ণভাবে সর্বান্তক হরতাল পালন করেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে কান্দিপাড়া বাজারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কবীর সরকার ও কৃষকদল নেতা সুজন মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনার পর পাগলা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, ‘আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, হরতালের বিষয়ে তারা কিছু জানেন না, তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।