গভীর রাতে বিএসএমএমইউ লেখার ওপর ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিল একদল লোক
![গভীর রাতে বিএসএমএমইউ লেখার ওপর ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিল একদল লোক](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/50-5.webp)
নিজেস্ব প্রতিবেদক:
গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন দেয়ালে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিয়েছে একদল লোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর জায়গায় ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ও সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
তবে এখন পর্যন্ত নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
একটি সূত্র জানিয়েছে, ‘এই নামটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি, এটা নিশ্চিত হওয়া গেছে। সরকারি অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে পারেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের চোখে পড়ে এমন সবগুলো স্থানে প্লাস্টিক ব্যানারে আগের নামের ওপরে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সি ব্লক, ডি ব্লক, বি ব্লক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, এফ ব্লকসহ মেইন গেটগুলোতে নতুন নাম সাটিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বেশি কিছু বলতে না পারলেও কয়েকজন জানিয়েছেন, তারা শুনেছেন গভীর রাতে ‘ছাত্র-জনতা’ পরিচয় দিয়ে একদল লোক নামের নতুন সাইনবোর্ডটি লাগিয়ে দিয়ে গেছে।