গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তির পর রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত সোয়া ২টার দিকে সে মারা যায়।
আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দ্বায়িত্ব গ্রহণের পর তাদের দেখতে ছুটে যান হাসপাতালে। তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল আমিনের সহপাঠীদের সহযোগিতায় তার মরদেহ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে আজ বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সহপাঠীরা এসে তার মরদেহ নিয়ে গেছেন।