গ্যাস পাইপ বসানোর সময় শ্রমিকদের ওপর দেওয়াল ধসে নিখোঁজ ৩
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ধসে অন্তত ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (২৮ অক্টোবর) সকালে গ্যাসের পাইপলাইন নেওয়া রিফাত অ্যালোমোনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত অ্যালোমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কারখানার বিশাল দেওয়াল নির্মাণ শ্রমিকদের ওপরে পড়ে।
স্থানীয়রা জানায়, তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়ে যান আরও ৩ জন।
ফায়ার সার্ভিস বলছে, একজনকে শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে। পুরো দেওয়াল সরালে জানা যাবে নিখোঁজের প্রকৃত সংখ্যা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।