বিনোদন ডেস্ক:
গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের চলচ্চিত্র ‘পুষ্পা ২’। মুক্তির পর থেকে গত দেড় মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এক রেকর্ড।
এবার মুক্তির প্রায় দুই মাস পর ওটিটিতে হাজির হচ্ছে ‘পুষ্পা ২’। আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি আসছে নেটফ্লিক্সে।
গত ৩০ জানুয়ারি থেকে ‘পুষ্পা ২’ দেখা যাবে এটি। তবে শুরুতে সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে না। এটি কেবল তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে ‘পুষ্পা ২’-এর বর্ধিত সংস্করণ।
‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ।