ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী প্রশাসন, ছুটি বাতিল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
পটুয়াখালী প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যে পটুয়াখালী জেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সকল সরকারি ছুটি বাতিল ঘোষণা করেন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, পটুয়াখালী যেহেতু একটি উপকূলীয় জেলা দুর্যোগের সময় এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। বিশেষ করে, পল্লীবিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ, ফায়ার সার্ভিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সকলকে প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের সাধারণ ও সরকারি ছুটি বাতিল ঘোষণা করেন।
সভায় জানানো হয়, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া নগদ জিআর ১৩ লাখ ৩৭ হাজার ৫শ, জিআর চাল ৮০০ মেট্রিকটন, গো খাদ্যের জন্য ৫ লাখ এবং শিশু খাদ্যের জন ৫ লাখ টাকা মজুদ রয়েছে। এ ছাড়াও ১ হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, বাধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮৭৬০ জন সিপিপি সেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।