চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই সময়টা প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি প্রকৃতিতে শীতের আমেজ বিরাজ করে। কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ (রোববার) অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।