
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই নারী দগ্ধ হয়েছেন। রোববার ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ দুই নারী হলেন- রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়াশান্তিনগর গ্রামের লায়লা (৫০) ও ৫ নম্বর ওয়ার্ডের জালালিহাট উজির আলী মাঝির বাড়ির ঝর্ণা (৩০)।
সিএনজি অটোরিকশা চালক মো. জামি বলেন, যাত্রীরা রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে সিএনজিতে আগুন ধরে দুই যাত্রী দগ্ধ হয়েছেন। বাকি তিন যাত্রী অক্ষত আছেন। অটোরিকশার সিলিন্ডার লাইন টেনে বিচ্ছিন্ন করে দেওয়ায় বিস্ফোরণ ঘটেনি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোরে আগুনে দগ্ধ সিএনজি অটোরিকশার দুই যাত্রী হাসপাতালে আসেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চালক ও যাত্রীরা জানিয়েছেন, তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।