ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে দুর্দান্ত ঢাকা। সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে ঢাকা।
টস হেরে ব্যাট করতে নেমে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। দলীয় ৩৩ রানের মধ্যে চার ব্যাটারকে হারিয়ে বিশাল চাপে পড়ে রাজধানীর দলটি।এরপর ইরফান শুক্কুর ও লাসিথ ক্রসপুলের ব্যাটে বিপর্যয় সামাল দেয় ঢাকা। ৭৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ১০৬ রানে ৩১ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে যান ক্রসপুল। তার বিদায়ের পর পরই আরও জোড়া উইকেট হারায় ঢাকা।২৬ বলে ২৭ রান করে আউট হন শুক্কুর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। চট্টগ্রামের পক্ষে আল আমিন ও বিলাল খান নেন ২টি করে উইকেট।