চলন্ত ট্রেনে আদায় করা অর্থ তছরুপ, দুই অ্যাটেনডেন্ট বরখাস্ত

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

লালমনিরহাট প্রতিনিধিঃ

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তছরুপ করার অভিযোগে দুইজন এ্যাটেনডেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত ও শোকজ করা হয়েছে। তারা হলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর এ্যাটেনডেন্ট সোহেল রানা(টি/নং ৬৪৪) ও আব্দুর রব রাহাত।রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন ট্রেনের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত। দৃশ্যটি ভিডিও করে যাত্রীদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে দেন।

চিঠিতে বলা হয়, বরখাস্তকালীন সময় তারা খোরকি বাবদ মূল বেতনের অর্ধেকসহ রেলওয়ের বিধিমত অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম বলেন, ‘যাত্রীসেবা সাথে সংশ্লিষ্ট কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ সাংবাদিকদের হেনস্থা করার বিষয়েও তিনি ব্যবস্তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।