চলমান অবরোধের একদিনে সারাদেশে ১০টি যানবাহনে অগ্নিসংযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
এসএম দেলোয়ার হোসেন:
বিএনপির ডাকা দেশব্যাপী সপ্তম দফার চলমান অবরোধের একদিনে সারাদেশে ১০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জে ১টি, খাগড়াছড়িতে ১টি, দিনাজপুরে ১টি, রাজশাহীতে ১টি, নাটোরে ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
শাহজাহান শিকদার আরও বলেন, এ সময়ে আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করেছে।
গত ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২১৮টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।