চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসমাবেশে আহত পুলিশ সদস্য
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাইফুল ইসলাম:
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপি-জামায়াতের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ডিএমপির সদস্য নায়েক মো. আব্দুর রাজ্জাক। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. পারুক হোসেন।
তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে গত ৯ নভেম্বর রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দেশে ফিরে আসেন আব্দুর রাজ্জাক। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত¡াবধানে চলবে তার চিকিৎসা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কর্মরত। তার চিকিৎসার ব্যয়ভার আইজিপি ও ডিএমপি কমিশনার বহন করছেন বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি মো. ফারুক হোসেন।