চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়া তারকার অবসর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
![চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়া তারকার অবসর](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/24.jpg)
ক্রীড়া ডেস্ক :
বেশ একটা ধাক্কাই যেন দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। কদিন পরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডেও ছিলেন এই অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ১৩ দিন আগে স্টয়নিস জানালেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। আর ঘোষণার পর থেকেই অবসর কার্যকর হবে, সেটাও জানালেন তিনি।
যার অর্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না স্টয়নিসকে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড বা মিচেল মার্শের মতো এবারে স্টয়নিসেরও বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে।