নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থ ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় দুঃখ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। রোববার ( ২২ ডিসেম্বর) ভোরে ধানমন্ডির ৩২ নম্বর রোডে লেকের পাড়ে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ।
তিনি বলেন, গত চার মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের ঘটনাতেই সাতজন প্রাণ হারিয়েছেন৷ তবে এসব ঘটনা সত্যিই ছিনতাই নাকি সমাজ ও দেশকে পরিকল্পিতভাবে অস্থির করে তোলার অপচেষ্টার অংশ তা খতিয়ে দেখা দরকার।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার ওপর একের পর এক গুপ্ত হামলা হচ্ছে। এর ধারাবাহিকতায় জাতীয় বিপ্লবী পরিষদ নেতা আজিবুল হক পার্থকে ছিনতাইকারীর ছুরিকাঘাত গভীর উদ্বেগের জন্ম দেয়।
হাসান আরিফ, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলেছেন।