নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সড়ক বিভাজন পরিষ্কার শেষে এবার বৃক্ষরোপণ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) দিনব্যাপী সোনাপুর কলেজগেট থেকে দত্তের হাট পর্যন্ত রাস্তাকে সুসজ্জিত করার লক্ষে সড়ক বিভাজনে নিজেদের জমানো টাকা দিয়ে প্রায় দুই শতাধিক গাছ রোপণ করেন তারা।
জানা যায়, ‘আমাদের স্বপ্নগুলো হলো বাস্তবতার চারা গাছ’—এই প্রতিপাদ্য নিয়ে নোবিপ্রবিসহ সোনাপুর ও আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় নোবিপ্রবির শিক্ষার্থীরা। তার অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী সোনাপুর কলেজগেট থেকে দত্তের হাট পর্যন্ত রাস্তাকে সুসজ্জিত করার লক্ষে সড়ক বিভাজনে প্রায় দুই শতাধিক গাছ রোপণ করা হয়।
নোবিপ্রবির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অপু বলেন, সড়ক বিভাজনের পুরোনো ভাঙা গাছ ও সড়কে জমে থাকা ময়লা আমরা পরিষ্কার করেছি। এদিকে দেশে নতুন অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। যেহেতু আমাদের স্বপ্ন বাস্তব হয়েছে তাই আমরা সবুজের নতুন স্বপ্ন দেখছি। তাই সড়ক বিভাজনে গাছ রোপণ করেছি।
নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. হানিফ মুরাদ বলেন, ছাত্র সমাজ জেগেছে মানেই নতুন স্বপ্নের দেশ শুরু হয়েছে। আমরা নব উদ্যোগে দেশকে এগিয়ে নেবো। শিক্ষার্থীদের নিজের জমানো টাকা দিয়ে সড়ক সাজিয়েছে। এটা আমাদের ভালো লেগেছে। আমি চাই সবাই এগিয়ে আসুক তাতে আমাদের পরিবেশ সবুজময় হবে।
কর্মসূচিতে আবদুল মালেক উকিল কলেজের প্রভাষক শিক্ষক মো. রিয়াজ , ব্রাদার আন্দ্রেঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাপ্পি, সাব্বির, সিয়াম, অপু, পাপন ও রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।