জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়, ৩ পরিবহনকে জরিমানা

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি বাস কর্তৃপক্ষকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে পৃথকস্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৪ ও ৮০ ধারা মোতাবেক জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের কাউন্টারের কর্তৃপক্ষকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।

অপরদিকে একই অভিযোগে পাঁচবিবি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের কাউন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।এছাড়া পাঁচবিবি উপজেলায় ২ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আক্‌তার চৌধুরী জানিয়েছেন, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।