জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ অক্টোবর) সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর জয়পুরহাটে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন। আর ৪ জন এখনও ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় ৩ জন ভর্তি হয়েছেন। তাদের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ডেঙ্গু শনাক্তকারীরা স্থানীয় হলেও তারা কোনো কারণে ঢাকায় বা গাজীপুর গিয়েছিলেন। সেখান থেকে আসার পর তাদের ডেঙ্গু শনাক্ত হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, হাতপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে বিশ্রাম নিতে হবে। সেই সঙ্গে তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের।